৯ ফেব্রুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে

১৯৯৪ সালের এই দিনে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আজ ৯ ফেব্রুয়ারি ২০২০, রোববার। ২৬ মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪০তম (অধিবর্ষে ৪১ তম) দিন।

এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলি:

১৬৩৯ – অলিভার ক্রোমওয়েলের নেতৃত্বে ইংল্যান্ড প্রজাতন্ত্রের শাসনের শুরু হয়।

১৮৯৫ – উইলিয়াম জি. মরগ্যান ভলিবল খেলার প্রচলন করেন।

১৯০০ – ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট শুরু হয়।

১৯৬৯ – প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়নে যায় বোয়িং ৭৪৭ বিমান।

১৯৭৯ – ইরানের স্বৈরাচারী শাসক শাহের জেনারেলরা তেহরানে সামরিক শাসনের মেয়াদ বৃদ্ধি করেন।

১৯৯১ – লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।

১৯৯২ – নির্বাচনে ইসলামী স্যালভেশন ফ্রন্ট বা এফআইএস ব্যাপক সাফল্য দেখে দেশটির ক্ষমতাসীন সেনা কর্মকর্তারা নির্বাচনের ফলাফল বাতিল করে দেয়।

১৯৯৪ – গাজা ও জেরিকো থেকে ইসরাইলি অপসারণ ও সেখানে ফিলিস্তিনি স্বায়ত্তশাসন প্রদানে ইসরাইল ও ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

১৯৯৪ – নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০০১ – যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডুবোজাহাজ ইউএসএস গ্রীনভিল হাওয়াই দ্বীপের কাছে পার্ল হারবার সাগরে জাপানের একটি মাছ ধরার জাহাজকে ধাক্কা দেয়।

জন্ম:

১৭৭৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতি উইলিয়াম হেনরি হ্যারিসন জন্মগ্রহণ করেন।

১৯০২ – কথাসাহিত্যিক মনীশ ঘটক জন্মগ্রহণ করেন।

১৯২৩ – বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক কবীর চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৯৩০ – বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক সুভাষ দত্ত জন্মগ্রহণ করেন।

১৯৩৫ – শহীদ সার্জেন্ট জহুরুল হক জন্মগ্রহণ করেন।

১৪৪১ – উজবেক কবি ও চিন্তানায়ক নিজামুদ্দিন মির আলিশের নভোইয়ে জন্মগ্রহণ করেন।

আরো পড়তে পারেন:  জীবন্ত ‘রাসেলস ভাইপার’ ধরে পুরস্কার পাচ্ছেন ৩ জন

১৯৪২ – বাংলাদেশের মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা এম এ জলিল জন্মগ্রহন করেন

মৃত্যু:

১৮৮১ – রুশ ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কির মৃত্যু।

১৯৬৫ – শিক্ষাবিদ ও সংস্কারক খান বাহাদুর আহসানউল্লাহ ইন্তেকাল করেন।

১৯৭৪ – বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৭৯ – কথাসাহিত্যিক বনফুলের (বলাইচাঁদ মুখোপাধ্যায়) মৃত্যুবরণ করেন।

 

সূত্র: যুগান্তর

আরো পড়ুন:

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  মধ্যরাত থেকে ১১০ উপজেলায় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষেধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *