যশোর জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত নভেম্বর মাসে
সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য
সাফল্য অর্জন করেছে।
চলতি ডিসেম্বর মাসে ৫৩টি হারানো মোবাইল
ফোন উদ্ধার, ১৬টি ফেসবুক আইডি পুনরুদ্ধার, ১,৫৬,০০০ টাকা
উদ্ধার, ৬ জন নিখোঁজ ব্যক্তি উদ্ধার, ২টি হুমকি প্রদানের অভিযোগ
সমাধান, ১টি বিকাশ প্রতারক গ্রেফতার ও ৪টি ইমো, ১টি ইমেইল,
১টি টেলিগ্রাম এবং ৩টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করতে
সক্ষম হয়েছে।
সেলটির প্রধান অতিরিক্ত সুপার মুকিত সরকার জানান, সাইবার
অপরাধের বিরুদ্ধে জনগণকে সচেতন করা একই সাথে অপরাধীদের
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে সাইবার অপরাধের ভয়ঙ্করতা থেকে
জনগণকে রক্ষা করাই সেলটির উদ্দেশ্যে ও লক্ষ্য। সেলটি সাইবার অপরাধের
বিরুদ্ধে জনগণের সহযোগিতা কামনা করে।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এই সাফল্য যশোর জেলায় সাইবার
অপরাধের বিরুদ্ধে জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করবে বলে মনে করা হচ্ছে।