বাংলার আকাশে-বাতাসে সরকার পতনের ঘণ্টা বাজছে: নুর

‘বাংলার আকাশে-বাতাসে সরকার পতনের ঘণ্টা বাজছে’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর।

নুর বলেন, ‘ছাত্রলীগের শুক্রবারের কথিত ছাত্রসমাবেশ থেকে দেশের লাখ লাখ বেকার ছাত্র-যুবকদের কর্মসংস্থান নিয়ে কোনো বক্তব্য আসেনি। চাকরির বয়স বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী ছাত্র-যুবকদের নিয়ে কিছু বলা হয়নি।’

শুক্রবার রাজধানীর পল্টনে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। ফকিরাপুল মোড়, নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড় হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

ডাকসুর সাবেক এই ভিপি অভিযোগ করেন, ‘গত ১৪ বছরে ছাত্রলীগের হাতে ৪৮ জনের প্রাণ গেছে। ছাত্রলীগের হাতে বুয়েটের আবরার, ঢাবির আবু বক্কর, হাফিজ, চবির দিয়াজ, ঢামেকের রাজিব, পুরান ঢাকার নিরীহ দর্জি বিশ্বজিৎতের রক্ত। ছাত্রলীগ এখন আর কোনো ছাত্রসংগঠন নয়, খুনিদের সংগঠন। গত ১৪ বছরে ছাত্রলীগের ১৪টি ভালো কাজ দেখাতে পারবেন না। কিন্তু ১৪শ খারাপ কাজের দৃষ্টান্ত আছে।’

তিনি বলেন, ‘ছাত্রসমাবেশের নামে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গণআন্দোলন দমাতে সরকার ছাত্রলীগ ও যুবলীগকে সহিংসতা, বিশৃঙ্খলার উসকানি দিয়েছে।প্রশাসনের কতিপয় দুর্বৃত্তকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে। কিন্তু বাংলার আকাশে-বাতাসে আজ ফ্যাসিবাদের পতনের ঘণ্টা বাজছে।’

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ,আব্দুজ জাহের, ছাত্র অধিকার পরিষদের তারিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের মুনতাজুল ইসলাম, রবিউল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সুহেল রানা সম্পদ, পেশাজীবী অধিকার পরিষদের সামসুল ইসলাম প্রমুখ।

আরো পড়তে পারেন:  ইয়েমেনে হুথিদের ওপর হামলার পর ইরানকে যুক্তরাষ্ট্রের ‘গোপন বার্তা’

 

source: daily jugantor

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  আমেরিকা-ভারত: শিখ হত্যার পরিকল্পনাকারী কে এই ভারতীয় অফিসার ‘সিসি-১?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *