ফেরিডুবির ঘটনায় ইঞ্জিনমাস্টার নিখোঁজ, তদন্ত কমিটি গঠন

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাটুরিয়া ৫নং ঘাটের অদূরে পদ্মানদীতে ফেরিডুবির ঘটনায় দ্বিতীয় ইঞ্চিনমাস্টার হুমায়ুন কবির (৪৫) নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে আসছে বলে জানা গেছে।

এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান আনোয়ারুল হক জানান, উদ্ধারকাজে তাদের টিম কাজ শুরু করেছে।

ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পদ্মার মাঝনদীতে নোঙর করা অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ডুবে যায়। নয়টি ট্রাকসহ পাটুরিয়াঘাটে নোঙর করা ছিল ফেরিটি। ফেরিটির দ্বিতীয় ইঞ্জিনমাস্টার হুমায়ুন কবির (৪৫) নিখোঁজ রয়েছেন। তবে ফেরিডুবির সঙ্গে সঙ্গে ফেরিতে থাকা স্টাফসহ চালকরা সাঁতরে তীরে উঠে।

জেলা প্রশাসক রেহেনা আকতার জানান, এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমিনকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ দাবি করেছেন, বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।

তবে ফেরিতে থাকা ট্রাকচালক নাজমুলের দাবি, ফেরিটির তলদেশ ফেটে গিয়ে ফেরিটি ডুবে যায। বুধবার সকাল ৮টার দিকে ফেরিটির তলদেশ ছিদ্র হয়ে ফেরির ভেতরে পানি ঢুকে ফেরিটি তলিয়ে যায়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *