ভারতে আন্দোলনকারী কৃষক ও পুলিশের ‘সংঘর্ষে’ উত্তপ্ত শাম্ভু সীমান্ত

কৃষক আন্দোলনের চতুর্থদিনেও উত্তপ্ত হয়ে উঠেছে শাম্ভু সীমান্ত।
ছবির ক্যাপশান,

কৃষক আন্দোলনের চতুর্থদিনেও উত্তপ্ত হয়ে উঠেছে শাম্ভু সীমান্ত।

ভারতে আন্দোলনকারী কৃষক এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে শুক্রবার আরও একবার উত্তপ্ত হয়ে উঠল পাঞ্জাব-হরিয়ানার মধ্যবর্তী শাম্ভু সীমান্ত।

নূন্যতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা, কৃষি ঋণ মওকুফ এবং স্বামীনাথন কমিশনের সমস্ত সুপারিশ বাস্তবায়ন-সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনকারী কৃষকেরা ওই সীমান্তে থাকা নিরাপত্তা বলয় ভেদ করে এগোতে চাইলে দু’পক্ষের মধ্যে আরও একবার সংঘর্ষ বাঁধে বলে জানিয়েছেন প্রতিবাদকারীরা।

পুলিশের অভিযোগ তাদের তাক করে পাথর ছোঁড়া হয়েছে। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ছুঁড়েছে পুলিশ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপ, জল কামান ও ড্রোনের মাধ্যমে কাঁদানে গ্যাসের সেল ফেলার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কৃষক নেতারা।

Source link