ছবির উৎস, Getty Images
মার্কিন সেনেটর টিম কেইন ইসরায়েল-ইরান
যুদ্ধের মধ্যে আমেরিকার যেকোনো সম্পৃক্ততার বিরোধিতা করেছেন।
মি. কেইন, যিনি যুক্তরাষ্ট্রের সেনেটের বৈদেশিক সম্পর্ক ও সশস্ত্র পরিষেবা কমিটির সদস্য, তিনি বলেন, “তিনি সবসময় ইসরায়েলকে সামরিক
সহায়তার পক্ষে ছিলেন, কিন্তু এখন তিনি ইরানে
বোমা হামলার ক্ষেত্রে ইসরায়েলের পাশে আমেরিকার থাকার বিরোধিতা করছেন।
“তারা (ইসরায়েল) নিজেদের রক্ষা করুক, কিন্তু তারা যেন আমেরিকাকে এই যুদ্ধে টেনে
আনার চেষ্টা না করে,” বিবিসির সংবাদদাতা সুমি সোমাসকান্দাকে বলেন সেনেটর কেইন।
ভার্জিনিয়ার এই সেনেটর আরও বলেন, যদি আমেরিকা যুদ্ধে জড়ায়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন
ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাবে বলে যে হুমকি দিয়েছিলো, তিনি সে বাপারে বেশ উদ্বিগ্ন।
শুধু মার্কিন কংগ্রেসই ট্রাম্পকে যুদ্ধের
জন্য সবুজ সংকেত দিতে পারে।
সেনেটর কেইন বলেন, কংগ্রেসে তার কোনো সহকর্মী এখন পর্যন্ত যুদ্ধ
নিয়ে কোনো প্রস্তাব আনেননি। তার মানে, আমেরিকান জনগণের বড় অংশই এই যুদ্ধে
যুক্তরাষ্ট্রের জড়ানোকে সমর্থন করছে না।
তিনি বলেন, “আমি একটি ব্যর্থ প্রচেষ্টার জন্য ভার্জিনিয়াবাসী বা আমেরিকানদের জীবন ঝুঁকির
মুখে ফেলতে রাজি নই।”



