দেড় দশকে এবার মাধ্যমিকের ফল বিপর্যয়, কী কারণ

একজন শিক্ষার্থী মাথায় হাত দিয়ে বসে আছেন (প্রতীকী ছবি)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে এবছর (প্রতীকী ছবি)

মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই আলোচনায় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। দুই ক্ষেত্রেই এবছর আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। যা নিয়ে চলছে নানা আলোচনা-বিশ্লেষণ।

এই ফলাফলের পেছনে শিক্ষায় ঘাটতি, শিক্ষাবর্ষের মাঝখানে হঠাৎ কারিকুলাম পরিবর্তন নাকি রাজনৈতিক অস্থিতিশীলতা-এমন নানা বিষয় আসছে আলোচনায়।

এবার মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। ফেল করেছে ৬ লাখ ৬৬০ ছাত্রছাত্রী। খোঁজ নিয়ে জানা গেছে, এবারের সর্বনিম্ন পাশের হার বরিশাল বোর্ডে, যা মাত্র ৫৬ শতাংশ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...