ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের রোডম্যাপে যা আছে

নির্বাচন কমিশনের লোগো
ছবির ক্যাপশান, পাঁচই ডিসেম্বর নাগাদ ভোটার তালিকা মুদ্রণ করার কথা জানানো হয়েছে (প্রতীকী ছবি)

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জানানো হয়েছে, রোজার আগে ভোট এবং তার ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

আগামী ৩০শে নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ভোটের জন্য ২৪ টি কর্মপরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে আগামী রমজানের আগে ভোট আয়োজনের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করতে চায় কমিশন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...