ইরানের জেলে ইসরায়েলি হামলায় যে ভয়াবহ দৃশ্য তৈরি হয়েছিল

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ইরানের এভিন কারাগার

ছবির উৎস, Majid Saeedi/Getty Images

ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ইরানের এভিন কারাগার

“ইসরায়েল যখন হামলা চালাল, সেটা আমার কাছে সব থেকে ভয়াবহ মুহূর্ত ছিল না। যখন ওই হামলার পরেও আমার সেলের দরজাটা খোলা হল না, সেটাই ছিল আমার কাছে এমন একটা সময়, যেন নরকের দিকে যাচ্ছি আমি।”

মোতাহরেহ গুনেই ২৩শে জুনের সেই হামলার দিনটার অভিজ্ঞতা শোনাচ্ছিলেন বিবিসিকে।

ইসরায়েল যখন ইরানের এভিন কারাগারে হামলা চালায়, সেই সময় রাজনৈতিক কর্মী মিজ গুনেই ওই জেলেই বন্দি ছিলেন।

তাকে সেই সময়ে একটা কক্ষে বন্ধ করে রাখা হয়েছিল। বর্তমানে কিছুদিনের জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...