মহুয়া মৈত্রকে বহিষ্কারের ঘটনায় ভারতকে আইপিইউ-এর তিরস্কার

বহিষ্কৃত হওয়ার ঠিক চারদিন আগে পার্লামেন্টের সামনে মহুয়া মৈত্র

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বহিষ্কৃত হওয়ার ঠিক চারদিন আগে পার্লামেন্টের সামনে মহুয়া মৈত্র

ভারতের বিরোধী দলীয় সুপরিচিত এমপি মহুয়া মৈত্রকে যেভাবে সে দেশের পার্লামেন্ট ২০২৩ সালে বহিষ্কার করেছিল, তার কড়া সমালোচনা করেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ। সংস্থাটি তাদের রিপোর্টে সোজাসুজি বলেছে, এই বহিষ্কারের ‘কোনও আইনি ভিত্তিই ছিল না!’

বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম হল এই আইপিইউ, পৃথিবীর মোট ১৮১টি দেশ এর সদস্য। সুইটজাল্যান্ডের জেনেভায় এ সংস্থার সদর দফতর।

মহুয়া মৈত্র ২০১৯ সাল থেকে ভারতের তৃণমূল কংগ্রেসের একজন এমপি, এবং শিল্পপতি গৌতম আদানির সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথিত আঁতাত বা ‘নেক্সাসে’র বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরেই পার্লামেন্টে ও পার্লামেন্টের বাইরে সরব।

এমপি হিসেবে তার প্রথম টার্ম শেষ হওয়ার যখন মাত্র মাসকয়েক বাকি, তখন ‘টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার’ একটি অভিযোগে পার্লামেন্টারি এথিকস কমিটির সুপারিশের ভিত্তিতে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

[pt_view id="09811e2xkg"]