জুলাই সনদ কি আইন বা সংবিধানের ঊর্ধ্বে?

সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে কথা বলতে দেখা যাচ্ছে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজকে, তার দুই পাশে বসা কমিশনের অন্য দুই সদস্য

ছবির উৎস, জাতীয় ঐকমত্য কমিশন প্রেস উইং

ছবির ক্যাপশান, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়ার প্রস্তাব করছে কি না সেই প্রশ্ন তৈরি হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের যে প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে, সেটা প্রকাশ হওয়ার পর এ নিয়ে নানা বিতর্ক-আলোচনা দেখা যাচ্ছে। প্রশ্ন উঠেছে, জুলাই সনদকে কি সংবিধানের উপরে স্থান দেওয়ার প্রস্তাব করছে জাতীয় ঐকমত্য কমিশন?

কমিশন অবশ্য সেটা নাকচ করছে।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বিবিসি বাংলাকে বলেছেন, জুলাই সনদে যেসব প্রস্তাব আছে তার মধ্যে অনেককিছুই সংবিধান সম্পর্কিত। এগুলোর “অনেকগুলোতেই সব দল একমত হয়েছে”।

কমিশন প্রস্তাব করেছে এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

[pt_view id="09811e2xkg"]