জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, উত্তেজনা থামেনি ঢাবিতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবির ক্যাপশান, প্রধানউপদেষ্টার বাসভবন থেকে অল্প দূরত্বে কাকরাইল মসজিদের সামনে শুক্রবার বিকেলে অবস্থান নিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

কয়েকদিন ধরেই অস্থিরতা চলছিল ঢাকার দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উত্তেজনা দেখা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর স্থায়ী ক্যাম্পাসসহ চার দফা দাবীতে আন্দোলনে নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

অবশেষে দাবি মেনে নেয়ার আশ্বাসে আপাতত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি এবং অস্থায়ী আবাসন ব্যবস্থার দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার।এই আশ্বাসের পর প্রায় তিনদিন ধরে চলা কর্মসূচি থেকে সরে দাঁড়ান আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

তবে, শিক্ষার্থী হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস এবং উপাচার্যের পদত্যাগসহ নানা দাবিতে উত্তেজনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

[pt_view id="09811e2xkg"]