ঝিনাইদহের মহেশপুর এলাকায় বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন
“সনোফিল্টার” বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংস্থার মহেশপুর
প্রকল্প কার্যালয় চত্বরে “সাসটেইনেবল প্রিভেনশন অফ আর্সেনিক
পয়জনিং ইন মহেশপুর সাব ডিসট্রিক্ট, ঝিনাইদহ ডিসট্রিক্ট” প্রকল্পের
মহেশপুর উপজেলার আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের
মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার”বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর
উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তৌহিদুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন
মহেশপুর মাশউক প্রকল্প অফিসের সিএসপি মোঃ আকতারুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন মাশউক প্রকল্প অফিসের এসএফটি মোঃ আবুল
হাসনাত। প্রকল্প এলাকার উপকারভোগী ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা
কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, মাশউক এর জনবান্ধব
সমাজসেবা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। অত্র অঞ্চলের বেশিরভাগ টিউবওয়েলের
পানিতেই আর্সেনিক ও আয়রন আছে। আর্সেনিক রোগ প্রতিরোধের
জন্য আজ পর্যন্ত কোন মেডিসিন আবিষ্কার হয়নি। যাদের টিউবওয়েলের
পানিতে আর্সেনিক আছে তারা নির্ভয়ে আর্সেনিক মুক্তকরণ সনো
ফিল্টার ব্যাবহার করবেন এবং মাশউক যে সনোফিল্টার আপনাদের দিচ্ছে
সেটার সঠিক ব্যাবহার করলে। আপনারা আর্সেনিকোসিস রোগ সহ
পানিবাহিত বিভিন্ন রোগ থেকে নিরাপদ ও সুস্থ থাকবেন। তিনি আরও
বলেন আপনারা পরিমিত আহার করবেন। অতিরিক্ত খাবার গ্রহন ডায়াবেটিক
সহ বিভিন্ন রোগের মূল কারণ। বাল্যবিবাহ সম্পর্কে বলেন, আপনার
সন্তানকে কখনই অল্প বয়সে বিবাহ দিবেন না ।অল্প বয়সে বিবাহ দিলে ঐ
সন্তানের শারিরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। বাল্যবিবাহ না দিয়ে
পড়ালেখার সুযোগ করে দেওয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে প্রধান
অতিথি ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে উপকারভোগীদের
মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরণ সনোফিল্টার বিতরন করার মধ্যদিয়ে
অনুষ্ঠান সমাপ্ত হয়।