দ্য ভ্যাম্পায়ার মিথ: এর উত্থান কোথায় এবং কেন?

ভ্যাম্পায়ার হচ্ছে একটি পৌরাণিক প্রাণী।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ভ্যাম্পায়ার হচ্ছে একটি পৌরাণিক প্রাণী।

আঠারো শতকের গোড়ার দিকের কথা। তখন সার্বিয়াতে রহস্যজনকভাবে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। ধারণা করা হয় যে তারা তাদের মৃত প্রতিবেশীর আত্মা দ্বারা তাড়িত হয়েছিল এবং মৃত্যুর আগে প্রত্যেকেই শ্বাসরুদ্ধকর অবস্থা অথবা প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেছিল।

বিশেষ করে, সার্বিয়ার দক্ষিণে মেদভেজা ও উত্তর-পূর্বে কিসিলজেভো নামক ছোট দুটি গ্রাম ছিল এবং সেগুলোই ছিল এসব ভূতুড়ে মৃত্যুর গুজবের মূল কেন্দ্র। গ্রামগুলো ২০০ কিলোমিটার দূরত্বে ছিল। এক দশক সময়ের মাঝে একই ধরনের রহস্যেঘেরা ঘটনা ঘটতে থাকে সেখানে।

অস্ট্রিয়ান চিকিৎসকদের সেখানে এই মৃত্যুর কারণ অনুসন্ধান করার জন্য পাঠানো হয় এবং তারা যা যা খুঁজে পেয়েছিলেন, সেগুলোর উপর একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছিলেন। তাদের গবেষণার ফলাফল দ্রুত অস্ট্রিয়ান গণমাধ্যমে আসে। তারপর সেগুলো সমাজের জ্ঞানী বা পণ্ডিত সমাজেও বিশ্বাস করার প্রবণতা তৈরি হতে থাকে।

‘ভ্যাম্পায়ার্স: দ্য অরিজিন অব দ্য ইউরোপিয়ান মিথ’-এর লেখক, জার্মান ইতিহাসবিদ থমাস এম. বন। তিনি বলেন যে ১৭২৫ সালে ‘উইনেরিশেস ডায়েরিয়াম’ নামে একটি অস্ট্রিয়ান দৈনিকে ‘ভ্যাম্পায়ার’ শব্দটি প্রথম প্রকাশিত হয়েছিল।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...