গাজায় রেড ক্রস অফিসের কাছে গোলায় ২২ জন নিহত

রেড ক্রস (আইসিআরসি) বলেছে গোলার আঘাতে গাজায় তাদের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে
ছবির ক্যাপশান, রেড ক্রস (আইসিআরসি) বলেছে গোলার আঘাতে গাজায় তাদের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে

ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস বা আইসিআরসি বলেছে, গোলার আঘাতে গাজায় তাদের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আশ্রয়প্রার্থী অন্তত ২২ জন নিহত হয়েছে।

“শুক্রবার দুপুরে উচ্চক্ষমতা সম্পন্ন ভারী গোলা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রস অফিস ও আবাসিক ভবনের কয়েক মিটারের মধ্যে এসে পড়েছে,” আইসিআরসি’র এক বিবৃতিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয় যে সব পক্ষেরই বেসামরিক নাগরিক এবং মানবিক সহায়তা কার্যক্রমের ক্ষতি এড়াতে পূর্বপদক্ষেপ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর একজন মুখপাত্র বলেছেন ওই এলাকায় আইডিএফ হামলা করেছে প্রাথমিক তদন্তে এমন কিছু তারা পায়নি। যদিও তারা বলেছে যে ঘটনাটি তারা পর্যালোচনা করে দেখছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...