বিবিসি বাংলার লাইভ: বন্যায় প্রাণহানি ২৭ জনের, ২৪ জেলায় পুলিশ সুপার বদল, ইনু-মেনন রিমান্ডে

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। হাওড়ায় অবস্থিত এই নবান্ন ভবনে রয়েছে পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক দপ্তর ও সচিবালয়।

সোমবার তৃণমূল কংগ্রেস এবং পুলিশ দুই তরফে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়, এই অভিযানের নেপথ্যে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ রয়েছে ‘মিছিলের আড়ালে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করা হতে পারে’। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সোমবার সংবাদ সম্মেলনে জানান, পুলিশের তথ্য অনুযায়ী, এই মিছিলে নারী ও ছাত্র-ছাত্রীদের সামনে রেখে বিশৃঙ্খলা ছড়ানো হতে পারে।

এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশি বল প্রয়োগ না করার কথা বলেছেন।

প্রসঙ্গত, নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাতে পুলিশ ও প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেন বলে সূত্রের খবর। গভীর রাত থেকেই নবান্নের আশপাশ এবং ওই ভবনগামী রাস্তা নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন অংশে ব্যারিকেড দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী।

যদিও এই কর্মসূচি মঙ্গলবার দুপুরে, তবুও সুরক্ষার কথা ভেবে ভোর থেকেই পুলিশের নির্দেশ মেনে কলকাতা ও হাওড়ার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়।

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এর ন্যাশনাল অপটিটুড টেস্ট রয়েছে মঙ্গলবার। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য প্ৰশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নবান্ন অভিযানকে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। সোমবার তৃণমূলের পক্ষ থেকে দুটো ভিডিও (এর সত্যতা যাচাই করেনি বিবিসি বাংলা) প্রকাশ করে দাবি করা হয় বিজেপি এই মিছিলে অশান্তি ছড়াতে চাইছে।

তৃণমূলের তরফে কুণাল ঘোষ সংবাদ সম্মেলনে বলেন, “মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। ওই মিছিলে বাইরের রাজ্য থেকেও লোক আনা হতে পারে। এমনকি, তাদের পুলিশের নকল পোশাক পরিয়ে গুলি চালানোর মতো ঘটনাও ঘটতে পারে। কারণ এরা বডি চাইছে।”

আরো পড়তে পারেন:  ৩১ জানুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে

এই অভিযোগ অবশ্য বিজেপি অস্বীকার করেছে। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘আন্দোলন গতি পাওয়ায় তৃণমূল হতাশায় ভুগছে, তাই এমন অদ্ভুত আচরণ।’’

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ইসলামী আন্দোলনের র‌্যালি