বাঁচি আর মরি ওই টিকা নেব না

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ করোনাভাইরাসের টিকা সম্পর্কে বলেছেন, ‘বাঁচি আর মরি ওই টিকা নেব না। আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন- আপনি টিকা নেবেন কিনা? আমি বলেছি ন্যায়সঙ্গতভাবে আমি যে টিকার বিরোধিতা করেছি, বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না। আমি আমার কথা রেখেছি।’ গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরামের এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের সব অসুস্থ নেতা-কর্মীর রোগমুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ প্রমুখ। রিজভী আহমেদ বলেন, করোনা টিকার ব্যাপারে আমরা এমনি এমনিই বিরোধিতা করিনি। আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্স বলেছে- বাংলাদেশে ভারত যে টিকা পাঠাচ্ছে সেটি ট্রায়াল করার জন্য পাঠাচ্ছে। আমাদেরকে ল্যাবরেটরির ব্যাঙ হিসেবে গণ্য করছেন ভারতের নীতিনির্ধারকরা। আর এ কারণেই তারা এখানে পরীক্ষামূলকভাবে টিকা পাঠিয়েছে। তারা ভেবেছে- দেখি এই টিকায় বাংলাদেশে কত লোক মারা যায়, তারপর আমরা আমাদেরটা দেব।  তিনি আরও বলেন, আওয়ামী লীগাররা জানে এই টিকা ‘দুই নম্বর’। এই টিকার কার্যকারিতা নেই। এদের মতো নাটক আর কেউ করতে পারবে না। বড় বড় অভিনেতা রাজ্জাক, অমিতাভ বচ্চন এরা সব ফেল আওয়ামী লীগের কাছে। আমি যতটুকু জানি- অন্য দু’একটি দেশে যেখানে ভারত টিকা পাঠিয়েছে, সেখানে কিন্তু টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে।

 

সূত্র: বিডি প্রতিদিন

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

আরো পড়তে পারেন:  ২০২২ সালে মহাকাশে নভোচারী পাঠাবে বাংলাদেশ
ধ্বংসস্তূপ থেকেও হিজাব ছাড়া বের হতে বাবার অনুমতি চেয়েছিল তুর্কি শিশু
/ আন্তর্জাতিক, সব খবর
Loading...
আরো পড়তে পারেন:  সাহাবিদের রাতের ইবাদত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *