আরও দুই সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক
সোবহান মিয়া পদত্যাগ করেছেন।

বিকেলে কুয়েটের জনসংযোগ, তথ্য ও
প্রকাশনা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সকালে উপ-উপাচার্য ও দুপুরে উপাচার্য
শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

একইসাথে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে
উপাচার্য নিয়োগ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

এছাড়াও চট্টগাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক
ও প্রশাসনিক দায়িত্ব পালন করা দুই উপ-উপাচার্য দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে
রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন।

এদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক
বেণু কুমার দে বছরখানেক আগেই শিক্ষকতা থেকে অবসর নেয়ায় এ পদ থেকে পদত্যাগের বিষয়টি
চিঠিতে উল্লেখ করেছেন।

আর প্রশাসনিক দায়িত্বে থাকা
অধ্যাপক মো. সেকান্দার চৌধুরী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে নিজ বিভাগে শিক্ষকতায়
ফিরে যেতে চেয়েছেন।

এর আগে রোববারই চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
তিনিও নিজ বিভাগে শিক্ষকতায় ফিরে যাওয়ার কথা চিঠিতে উল্লেখ করেছেন।

এছাড়া এরই মধ্যে সব হলের
প্রাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি এবং বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক পদত্যাগ করেছেন।

শেখ হাসিনার পদত্যাগের পর থেকে সব বিশ্ববিদ্যালয়ে
পদত্যাগের হিড়িক পড়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী
কমিশনের চেয়ারম্যানও পদত্যাগ করেছেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ
অন্তত বারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেছেন। একইসাথে প্রক্টর, প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়
প্রশাসনের দায়িত্বে থাকা শিক্ষকরাও পদত্যাগ করেছেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  সচিবদের নিয়ে ৫ ফেব্রুয়ারি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী