বিবিসি বাংলা লাইভ: নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের

ছবির উৎস, SCREEN GRAB

ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে করেন জামায়াত নেতারা

নির্বাচন ফেব্রুয়ারিতে রোজার আগে হবে বলে প্রধান উপদেষ্টার কাছে একমত প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়ার শর্তের ক্ষেত্রে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মি. তাহের। আজ বিকেল সাড়ে চারটায় এ বৈঠক হয়।

দলটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছে, নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্ব ও দ্বিমত নাই তাদের।

” কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তের কথা বলেছি, তখনই বলে যে এই তারিখে আমরা নির্বাচন চাই না এই কথাটা বলাটাই একটা ষড়যন্ত্র বলে আমি মনে করছি” বলেন মি. তাহের।

প্রধান উপদেষ্টা
তিনটি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছেন উল্লেখ করে তিনি জানান, কিছু বিষয়ে সংস্কার, দৃশ্যমান বিচার এবং বিশ্বমানের আনন্দঘন একটি নির্বাচন হবে।

কিন্তু আজকে যে
পরিস্থিতি দাঁড়িয়েছে এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা আছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর এই নেতা।

এছাড়া অনেকগুলো বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করলেও দুই -একটি দল কোনো কোনো ইস্যুতে
নোট অব ডিসেন্ট দিয়েছে বলে জানান মি. তাহের।

“ কিন্তু আনফরচুনেটলি
অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের ইস্যুর বাস্তবায়নে কিছুটা বাধার সৃষ্টি
করছে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার এসে এগুলা বাস্তবায়ন করবে। আগামী নির্বাচিত
সরকার যদি বাস্তবায়ন করে তবে এখানে আমরা ঐকমত্য করলাম কেন?” প্রশ্ন তোলেন তিনি।

ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে বলেন মি. তাহের।

জুলাই চার্টারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং চার্টারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে দলটি।

এছাড়া জুলাই চার্টার না
করেই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

এক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। তারা নির্বাচন পেয়ে গেছে। বাকি সব দল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এক আছে। এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের ইস্যুটি বিঘ্নিত হয়েছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

[pt_view id="09811e2xkg"]