সাবেক তথ্যমন্ত্রী ইনু গ্রেপ্তার, ফারাক্কা গেট খোলা নিয়ে যা বলছে ভারত

সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং এর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের
প্রজ্ঞাপন দ্রুততম সময় বা মঙ্গলবারের
মধ্যে প্রত্যাহার করা হতে পারে দাবি করেছেন সংগঠনটির আইনজীবী শিশির মনির।

সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে মি. মনির এ কথা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে গত পহেলা অগাস্ট জামায়াতে ইসলামী
ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে শেখ হাসিনার সরকার।

জামায়াতের আইনজীবী মি. মনির জানান, গত ১২ই অগাস্ট প্রধান উপদেষ্টার সাথে
জামায়াতের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের আলোচনা অনুযায়ী এ বিষয়ে আইনগত
দিক খতিয়ে দেখা হয় এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে একাধিক বৈঠকে আইনী
বিধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মি. মনির গণমাধ্যমকে জানান, সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী জামায়াতকে নিষিদ্ধ
করা হয়েছিল। তাই ওই আইনের ১৯ ধারা অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেয়া যেতে পারে। যারা
নিষিদ্ধ করেছে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এটা বাতিল করতে পারে।

গত ৫ই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের তিন দিন পর অন্তর্বর্তীকালীন সরকার
দায়িত্ব গ্রহণ করে। ওইসময় সেনা প্রধানের সাথে আলোচনা, উপদেষ্টা মণ্ডলীর শপথ
অনুষ্ঠানসহ পরবর্তীতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনাতেও জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ
জানানো হয়।

মি. মনির জানান, “নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হয়ে যাওয়ার পরে জামায়াতের নিবন্ধন
বাতিল করে দেয়া মামলাটি পুনরুজ্জীবিতের আবেদন করা হবে। অর্থাৎ আপিল পুনরায় শুনানির
জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে”।

“আশা করি বিদ্যমান পরিস্থিতিতে ন্যায়বিচারের
স্বার্থে সুপ্রিম কোর্ট ন্যায় নীতির পক্ষে অবস্থান করবেন। এবং জামায়াতে ইসলামীর
রেজিস্ট্রেশন আইনগতভাবে ফিরিয়ে দেবেন”।

২০১৩ সালের পহেলাঅগাস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।

এরপর ২০১৮ সালের সাতই ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল
করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি।

আরো পড়তে পারেন:  ‘বন্ধু শাহিনের পরিকল্পনায়’ খুন এমপি আনার

গত বছরের ১৯ শে নভেম্বর ওই আপিল খারিজ করে
দেয় আপিল বিভাগ।

জামায়াতে ইসলামী

ছবির উৎস, জামায়াতে ইসলামীর ওয়েবসাইট

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  খাদ্য ও পুষ্টি: আসলেই কি সজিনা ‘সুপার ফুড’?