যশোরে পুলিশ প্লাজার মধ্যে ইয়াবা বেচাকেনার সময় যুবক গ্রেফতার

যশোর শহরের গাড়ীখানায় পুলিশ প্লাজার মধ্যে শুক্রবার রাতে অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনার অভিযোগে রোমান হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপশহর ই ব্লকের মৃত আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে শুক্রবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পূলিশ পুলিশ শুক্রবার রাতে শহরের দড়াটানা মোড়ে অবস্থান কালে গোপনে পুলিশ প্লাজার মধ্যে শহীদ এর দোকানের সামনে একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাতে ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে উপস্থিত লোকজনের সামনে রোমান হোসেনের জিন্সের প্যান্টের পকেট থাকা ২০পিস ইয়াবা বের করে দেয়। শনিবার ৯ মার্চ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...