যশোরে কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে দুইদিন ব্যাপী কৃষক,যন্ত্রচালক ও মেকানিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এর অধীনে“কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা“শীর্ষক প্রকল্পের অর্থায়নে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক,যন্ত্রচালক ও মেকানিকদের ২ দিনব্যাপী (৮-৯ জুন ২০২৪) প্রশিক্ষণ” যশোর সদরের আব্দুলপুরে শুরু হয়েছে।

 

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কাউসার উদ্দিন আহমেদ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্কমর্তা,এফএমপিই বিভাগ ও প্রকল্প পরিচালক, এফএমডিপি, বারি, (গাজীপুর )ড.মো.নূরুল আমিন।

 

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ, বারি, গাজীপুর) শাম্মী আক্তার,

 

আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দরা।

 

অনুষ্ঠানে যশোরের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২০ জন কৃষি যন্ত্রচালক ও মেকানিক হাতে-কলমে দিনব্যাপী বারি বীজবপন যন্ত্র,বারি শস্য কর্তন যন্ত্র, বারি ভুট্টা মাড়াই যন্ত্র, বারি শস্য মাড়াই যন্ত্র, বারি ঝাড়াই যন্ত্র, বারি আলু রোপণ যন্ত্র, বারি আলু উত্তোলন যন্ত্র চালানো ও মেরামত এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

উক্ত অনুষ্ঠানে প্রকল্প পরিচালক বলেন, কৃষির উন্নয়নের জন্য যান্ত্রিকীকরণের গুরুত্ব অপরিসীম। এজন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ৫৩ ধরনের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে। এ বিষয়ে সরকার নিবিড় কর্মসূচি হাতে নিয়েছে। ভর্তুকির মাধ্যমে অত্র জেলায় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ অব্যাহত রয়েছে ।

 

সরকারের তরফ থেকে যে ১৫ ধরনের কৃষি যন্ত্রপাতির মধ্যে ভর্তুকি দেওয়া হচ্ছে তার মধ্যে ৮ ধরনের বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতিও ভর্তুকির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

 

যে সমস্ত কৃষক এই যন্ত্রগুলো পাচ্ছে তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার এ কার্যক্রমটি খুবই কার্যকর বলে উল্লেখ করেন।

আরো পড়তে পারেন:  চলতি বছর ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

 

বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক ও মেকানিক তৈরি করার কার্যক্রম চলমান আছে। সারা দেশের দশটি জেলার ২০টি উপজেলায় এফএমডিপি প্রকল্পের কার্যক্রম চলছে।

 

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান এবং বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ,বারি,(গাজীপুর) শাম্মি আক্তার ।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮৩