যশোরে এক যুবকের দু’টি অটো রিকশা চুরি, চক্রের পাঁচ সক্রিয় সদস্য গ্রেফতার

jessore atok map

যশোরে ভাড়ায় চালানোর কথা বলে দু’টি অটো রিকশা নিয়ে দুই চোর বিক্রি করে দেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। অটো রিকশার মালিক শামসুর রহমান বাদি হয়ে বুধবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় মামলা দিয়েছে। পুলিশ অটো রিকশা চোর চক্রের সক্রিয় সদস্য অটো রিকশা চালক দু’জনসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে,অটো রিকশা চালক ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর (গেড়ামারা গুচ্ছ গ্রাম) এলাকার বাচ্চু মিয়ার ছেলে মারুফ হোসেন, একই ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত ফরমানের ছেলে রাসেল হোসেন,যশোর শহরের শংকরপুর রেল লাইনের পাশে মৃত গফুর শেখ এর ছেলে কামাল হোসেন ওরফে স্বপন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বকচর মধ্যপাড়ার বর্তমানে যশোর শহরের শংকরপুর ছোটনের মোড়ের বাবুর বাড়ির ভাড়াটিয়া হাশেম সানার ছেলে রাসেল ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ঘোলা গাজীপাড়া গ্রামে বর্তমানে যশোর শহরের শংকরপুর ছোটনের মোড়ের গদ আলীর বাড়ির ভাড়াটিয়া রজব আলীর ছেলে নজরুল ইসলাম। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলায় বাদি উল্লেখ করেন,তার দেড় লাখ টাকা মূল্যের দু’টি অটো রিকশা মারুফ ও রাসেল চালিয়ে ১ বছর পূর্ব হতে ভাড়া খাটতো। প্রতিদিনের ন্যায় গত ২৬ আগষ্ট বেলা অনুমান ১২ টায় আসামীদ্বয় অটো রিকশা দু’টি ভাড়ায় চালানোর উদ্দেশ্যে নিয়ে বাড়ি হতে বের হয়। এরপর ওই দিন রাতে রিকশা নিয়ে ফিরিয়ে না আসায় বাদি ২৬ আগষ্ট মারুফ হোসেনের বাড়িতে যেয়ে তার পিতা মাতাকে পেয়ে মারুফ কোথায় সন্ধান জানতে চাইলে তারা বাদিকে জানায় ওই দিন দুপুর ২ টার সময় মারুফ হোসেন বাড়িতে এসে তার স্ত্রীকে নিয়ে বাড়ি হতে চলে যায়। এরপর হতে তার স্ত্রীকে নিয়ে ফেরত আসেনি। পরবর্তীতে রাসেল এর বাড়িতে যেয়েও তাকে পাওয়া যায় নাই।

উপরোক্ত আসামীদ্বয়সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩জন আসামীরা পরস্পর যোগসাজসে কৌশলে বাদির উল্লেখিত দু’টি অটো রিকশা চুরি করে নিয়ে যায়। বর্তমানে উক্ত আসামীদ্বয় অজ্ঞাতস্থানে আত্মগোপনে আছে। ঘটনায় ব্যাপারে কোতয়ালি থানা পুলিশে অভিযোগ দায়ের করা হলে পুলিশ চুরির সাথে জড়িত মারুফ হোসেন ও রাসেল নাম অটো রিকশা চালককে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সহযোগী আসামীকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

আরো পড়তে পারেন:  যশোরে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের অফিস ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  আরাকান আর্মি বনাম মিয়ানমার : বাংলাদেশে ঢুকতে মরিয়া ২০০রও বেশি জান্তা সদস্য