যশোরে র্যাবের অভিযানে বেনাপোল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে।এছাড়া পৃথক আরেকটি অভিযানে বেনাপোল থেকে ৭৫০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে।
র্যাব জানায়, একটি মাদক মামলায় আসামি বেনাপোল সাদিপুরের মৃত হান্নান মিয়ার ছেলে মোহাম্মদ আলী রনি দির্ঘদিন পলাতক ছিলেন। গত ৩০ মে তাকে যাবজ্জীবন সশ্রমক কারাদন্ডে দন্ডিত করে যশোরের একটি আদালত। বিষয়টি জানতে পেরে রনির অবস্থান শনাক্ত করে র্যাব। পরবর্তিতে তাকে গত সোমবার বিকেলে বেনাপোলের বাহাদুরপুর থেকে তাকে আটক করে।
এছাড়া অপর একটি টিম সোমবার সন্ধারাতে বেনাপোলের পুটখালি গ্রামে মাদকের কারবার চলছে এমনস সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ঘটনার সত্যতা পেয়ে ওই গ্রামের হযরত আলীর ছেলে শহিদ আলীকে আটক করে। এসময় পালিয়ে যায় বিপুল হোসেন ও রাজু আহম্মেদ। পরবর্তিতে হযরত আলীর বাড়ি থেকে ৩শ’৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর তার স্বীকারোক্তিতে পলাতক বিপুলের বাড়ির রান্নাঘর থেকে আরও ৪শ’বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় তিনজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়।