মঙ্গলবার থেকে হাসপাতালে বহির্বিভাগে সেবা চালু, নিবন্ধন পেল আরো দুটি দল

এস আলম কোম্পানির গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়ার পর তা নিয়ে গণমাধ্যমে
খবর প্রকাশিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন
আহমেদ।

সোমবার দুপুরে গুলশানের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের মাধ্যমে যদি আমি দেশবাসীর মনে
কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখপ্রকাশ করছি”।

এর আগে গত বুধবার ঢাকা থেকে নিজ জেলা কক্সবাজার যান বিএনপি নেতা
সালাহউদ্দিন আহমেদ। এরপর গাড়ি বহর নিয়ে দলের নেতাকর্মীদের সাথে নিজ থানা পেকুয়ায়
যান।

মি. আহমেদ যে গাড়িটিতে চড়েছিলেন সেটি বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস
আলমের মালিকানাধীন বলে খবর প্রকাশিত হয় বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে। এরপরই সংবাদ
সম্মেলন করেন এই বিএনপি নেতা।

এ ব্যাপারে দলের পক্ষ থেকে তার কাছে জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে।

সোমবার সংবাদ সম্মেলনে তিনি ‘না জেনেই’ এস আলমের গাড়িতে উঠেছেন বলে দাবি করেন দীর্ঘদিন নির্বাসিত থাকা
এই বিএনপি নেতা।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, “দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে আমার দলের
পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেদিন কক্সবাজার বিমানবন্দরে নামার পরে কিছু
গাড়ি দেখেছি, আমাদের নেতা-কর্মীরা বললো, এটাতে উঠেন, আমি উঠেছি। সেই গাড়িটি কার সেই মুহূর্তে
আমি চিন্তাভাবনার মধ্যে ছিলাম না”।

তিনি জানান, এ নিয়ে পত্রিকার খবরে বলা হয়েছে এটি এস আলম
কোম্পানির। আমি কোন গাড়িতে উঠেছি সেটা আমি নিজেও জানতাম না।

এই বিএনপি নেতা বলেন,“খবর হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার
চেষ্টা করলাম, জানতে পারলাম গাড়িটি আমার এলাকার এক ছোট
ভাইয়ের, যে ওই কোম্পানিতে বিভিন্ন জমি-জমা দেখাশুনার কাজ করে
এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময়ে ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয়। সেও অন্য
সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে”।

আরো পড়তে পারেন:  যশোরে স্বামী থাকা সত্ত্বেও বিয়ে করার অভিযোগে আদালতে এক নারীর বিরুদ্ধে মামলা
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

ছবির উৎস, BNP PRESS WING

ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  পত্রিকা: অগ্নি নিরাপত্তা নিশ্চিত করবে কে? ফায়ার সার্ভিস, রাজউক নাকি সিটি কর্পোরেশন?