শাহরুখ খান ও কাজল অভিনীত সাড়া জাগানো বলিউড সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’মুক্তির ২২ বছর হয়ে গেল।
সেই ছবিতে শাহরুখ-কাজলের প্রেম-রসায়ন এখনও সিনেপ্রেমীদের হৃদয়ে দোলা দেয়। তবে ছবিটিতে চমৎকার অভিনয় করে নজর কেড়েছিল বেশ কয়েকজন শিশুশিল্পী।
এদের মধ্যে ছোট্ট সরদার চরিত্রে পারজান দস্তুর অন্যতম। পুরো সিনেমাতে ‘তুসি না যাও’সংলাপ আওড়ানো সেই শিশুটি এতোবছরে যুবকে পরিণত ।
জানা গেছে, বিয়ে করতে চলেছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর সেই ছোট সরদার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। প্রেমিকা ডেলনা শ্রফকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
সোশাল মিডিয়ায় নিজেই জানালেন এসব তথ্য।
প্রেমিকা ডেলনা শ্রফের বিষয়ে ভারতের গণমাধ্যমে পারজান বলেন, ‘বেশ অনেক বছর ধরে আমরা দুজন দুজনকে চিনি। বিয়ের বিষয়ে পারিবারিকভাবে আমাদের কথা হয়েছে। পরিবারের সম্মতিতে চলতি বছরেই বিয়েটা হয়ে যাওয়া কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর হয়ে উঠেনি। সবাই আমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন।’
প্রসঙ্গত, পারজান ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছাড়াও ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘মহব্বাতিন’, ‘জুবাইদা’, ‘কাভি খুশি কাভি গম’ এবং ‘ব্রেক কে বাডে’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডে শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই পারজান দস্তুর।
তথ্যসূত্র: বলিউডলাইফ ডট কম