বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ। সেখানে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গেল মঙ্গলবার ছিল এ পর্বের শেষ দিন। রানবন্যার দিনে কুমিল্লা ওয়ারিয়ের্সকে হারিয়েছে রাজশাহী রয়্যালস। আর সিলেট থান্ডারকে পরাজিত করেছে ঢাকা প্লাটুন।
সমান ৮ পয়েন্ট নিয়ে টেবিলের যথাক্রমে দুই ও তিনে উঠে গেছে রাজশাহী ও ঢাকা। শীর্ষে আছে যথারীতি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেরা চারের শেষ দল খুলনা টাইগার্স।
চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায়-
১.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ম্যাচ-৭, জয়- ৫, হার-২, পয়েন্ট-১০
২.রাজশাহী রয়্যালস: ম্যাচ-৫, জয়-৪, হার-১, পয়েন্ট-৮
৩.ঢাকা প্লাটুন: ম্যাচ-৬, জয়-৪, হার-২, পয়েন্ট-৮
৪.খুলনা টাইগার্স: ম্যাচ-৫, জয়-৩, হার-২, পয়েন্ট-৬
৫.কুমিল্লা ওয়ারিয়র্স: ম্যাচ-৬, জয়-২, হার-২, পয়েন্ট-৪
৬.সিলেট থান্ডার: ম্যাচ-৬, জয়-১, হার-৫, পয়েন্ট-২
৭. রংপুর রেঞ্জার্স: ম্যাচ-৫, জয়-১, হার-৪, পয়েন্ট-২
প্রসঙ্গত,আগামী ২৭ ডিসেম্বর থেকে আবার ঢাকায় গড়াবে বিপিএল।ওই দিন মুখোমুখি হয় চট্টগ্রাম-ঢাকা ও খুলনা-রংপুর। এবারের আসরের প্রথম পর্ব হয় ঢাকাতেই।
আজকের খেলা লাইভ দেখতে চোখ রাখুন এখানে
সূত্র: যুগান্তর