দিল্লি সম্মেলনকে রুশ-বিরোধী সম্মেলনে পরিণত করার চেষ্টা ব্যর্থ হয়েছে: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সম্প্রতি ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনকে ইউক্রেন যুদ্ধ বিষয়ক সম্মেলনে পরিণত করার যে চেষ্টা পাশ্চাত্য চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে। এজন্য তিনি উন্নয়নশীল দেশগুলোর দৃঢ় অবস্থানের ভুয়সী প্রশংসা করেন।

জি২০ সম্মেলনে রাশিয়ার পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবর্তে রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ল্যাভরভ। তিনি গতকাল (রোববার) নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।

সফলভাবে জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করায় তিনি ভারতকে ধন্যবাদ জানান। এ ধরনের আন্তর্জাতিক ফোরামকে পাশ্চাত্যের রাশিয়া-বিরোধী এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করতে না দেয়ার জন্য তিনি বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর প্রশংসা করেন।

নয়া দিল্লি সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে ইউক্রেন বিষয়ক প্যারাগ্রাফে পশ্চিমা দেশগুলো ১৮ মাসের ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার তীব্র নিন্দা জানানোর চেষ্টা করে। কিন্তু অ-পশ্চিমা দেশগুলো এর তীব্র বিরোধিতা করার ফলে রাশিয়ার নিন্দা জানানোর অংশটি বাদ দিয়ে ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়। এতে ইউক্রেন সংকটের কথা উল্লেখ থাকলেও বলা হয়, জাতিসংঘ ঘোষণার আওতায় ‘সকল সংঘাতের’ অবসান ঘটাতে হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী তার সংবাদ সম্মেলনে বলেন, পাশ্চাত্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো তাদের নিজেদের বৈধ অধিকার রক্ষা করেছে। এর ফলে শীর্ষ সম্মেলনের গোটা এজেন্ডাকে ইউক্রেন-সংশ্লিষ্ট করার পশ্চিমা প্রক্রিয়া নস্যাত হয়ে গেছে।

source: parstoday

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  মুনাফা বিদেশে নেয়ার নীতিমালা শিথিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *