তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচে দাঁড়িয়েছিলেন ১৭ বছরের যুবক ফিউজি জাব্বাত। হঠাৎ উপরের দিকে তাকাতেই তিনি খেয়াল করেন ওই ভবনের তিনতলার একটি জানালা দিয়ে ঝুঁকে পড়েছে বছরের দুয়েকের মেয়ে।
শিশুটি পড়ে যাবে বলে যখন তিনি চেঁচিয়ে ওই ভবনের অন্যদের সাবধান করতে গেলেন, ঠিক তখনই তিনতলা থেকে পড়ে গেল শিশুটি। মুহূর্তের তৎপরতায় পড়ন্ত শিশুটিকে ধরে ফেলেন তিনি। সে কারণে তিনতলা থেকে পড়ে গিয়েও কোনো আঘাত লাগেনি বাচ্চাটির।
মাটিতে পড়ার আগেই তাকে ধরে নেয়ার ঘটনাটি ধরা পড়েছে ওই এলাকার সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
এই ঘটনাটি ইস্তাম্বুলের যেখানে ঘটেছে সেখানকারই একটি ওয়ার্কশপে কাজ করেন জাব্বাত। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা জাব্বাতের প্রশংসায় পঞ্চমুখ। তাদের মুখে একটাই কথা, জাব্বাত না থাকলে বাচ্চাটির কী যে ভয়াবহ পরিণত হতো!