যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য ট্রাম্প টাওয়ার হোটেলে রশিতে ঝুলে আছেন এক তরুণ।
২০ বছর বয়সী ওই তরুণ নিজেকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের একজন সদস্য বলে দাবি করেছেন।
ইলিনয় অঙ্গরাজ্যে শিকাগো নগরীর ৯৮ তলা ভবন ট্রাম্প টাওয়ার হোটেলের ১৬ তলায় তাকে ঝুলতে দেখা গেছে।
শিকাগো সান-টাইমসের বরাতে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ওই তরুণ স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ৫ টায় হোটেলের নদীর সামনে আকাশচুম্বী অংশের পাশে ঝুলতে দেখা যায়। তাকে সুরক্ষা দিতে এবং তার সঙ্গে কথা বলার জন্য পুলিশ কয়েক ঘণ্টা চেষ্টা করেছে।
পুলিশ বলছে, ওই তরুণ আত্মহত্যার হুমকি দিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিডিয়ার সঙ্গে কথা বলতে চেয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রশিতে ঝোলার সময় এক ভিডিওবার্তায় ওই তরুণ বলেছেন, ‘আমি মরতে চাই না। কেউ যদি এই দড়িটি টানতে চেষ্টা করেন, তবে আমি লাফ দিয়ে মরে যাব।’
ছুরি দেখিয়ে ওই ব্যক্তি আরও বলেন, ‘আমার একটা ছুরি আছে। যদি কেউ দড়ি টানতে চেষ্টা করে, আমি এটি কেটে দেব এবং আমি সম্ভবত মারা যাব। কিন্তু আমি মরতে চাই না।’
তবে ওই তরুণ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কী বিষয়ে কথা বলতে চান তা পরিষ্কার করেননি। কিন্তু বলেছিলেন, ‘মি. ট্রাম্প যদি কিছু প্রতিশ্রুতি দেন তবে নির্বাচনের আগে তার করা উচিত।’
তিনি আরও বলেন, ‘যে কেউ আমাকে চেনে। তারা জানে আমি পাগল নই। আমি পাগল নই। আমি ভাল শিক্ষিত লোক। তবে… মি. ট্রাম্প, আপনি যদি মনে করেন আমি পাগল, আমি পাগল নই। আর যদি আপনি আমার সঙ্গে কথা না বলেন, আমি কাটব, আমি মরে যাব।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৮ অক্টোবর বিকাল সাড়ে পাঁচটা থেকে এ ঘটনা শুরু হয়েছে।
নগরীর পুলিশ, ফায়ার ডিপার্টমেন্টসহ সোয়াত টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তরুণের সঙ্গে সমঝোতা করতে আলাপ চালিয়ে যাচ্ছে। আপাতত ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
BREAKING VIDEO 🚨 Shocking scenes from Trump Tower Chicago — Man climbing on a rope from #TrumpTower building. Emergency services have reached. pic.twitter.com/cHYPpQyrtq
— Insider Paper (@TheInsiderPaper) October 18, 2020
সূত্র: যুগান্তর