ঝিনাইদহে ট্রাক্টর ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

road accident

ঝিনাইদহ মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে ভাটার ইটটানা ট্রাক্টর ও বাসের মুখোমুখি সংঘর্ষে হাসেম আলী (৪৫) নামের ট্রাক্টরের হেলপার নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
শনিবার রাত সাড়ে টার সময় ওই উপজেলার নেপার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত হাসেম আলী একই উপজেলার শ্যামপুর কাঠালপাড়া গ্রামের শামসুর হকের ছেলে।

স্থানীয়রা জানান, মহেশপুর থেকে সোনালী পরিবহনের একটি যাত্রীবাহীবাস একই উপজেলার জিন্নানগর বাজারে যাচ্ছিলো। পথে ওই স্থনে পৌছালে মহেশপুরগামী ইটটানা ট্রাক্টরের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসেম আলী মারা যান। আহতদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খন্দকার শামীম উদ্দীন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  সাকিব-হৃদয়ের পর নাসুম-মেহেদীদের লড়াই, ভারতকে ২৬৬ রানের লক্ষ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *