চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় আজিদা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২২অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টেঙ্গুরপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত আজিদা বেগম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের বাসিন্দা রফজেল আলীর স্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জাকির খান বলেন, এদিন দুপুরে আজিদা বেগম চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগতিতে মহেশপুর থেকে চৌগাছাগামী একটি মোটরসাইকেল (যশোর-ল-১২-৯৮৯৩) তাকে ধাক্কা দিলে আজিদা মারাত্মক আহত হন।

এ ঘটনায় চালক তার মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ায় স্থানীয়রা মোটরসাইকেলটি জব্দ করে এবং আহত আজিদা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহিদুর রহমান ইমন জানান, দুর্ঘটনায় রোগী মাথায় ও মুখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রোগী মারা গেছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক যুবক আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *