চীন যাচ্ছে আ.লীগের প্রতিনিধিদল

a.lig-logo

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার দেশটি সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছে আওয়ামী লীগ।

দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ জানান, ৮ নভেম্বর বিকালে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। সফরকারী দল পাঁচ দিন সে দেশে অবস্থান করবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলে শাম্মী আহমেদসহ আরও থাকছেন দলটির উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুণ্ডু।

সাউথ এশিয়ান একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধিদলটি চীন যাচ্ছে।

সফরকালে চীনের ক্ষমতাসীন পার্টির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আওয়ামী লীগের নেতারা। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এর আগে মে মাসে ফারুক খানের নেতৃত্বে চীন সফরে যায় আওয়ামী লীগের ১৭ সদস্যের এক প্রতিনিধিদল। জুলাইয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর ১২ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে।

এ দলের নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ দলে আরও ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ বাম নেতারা।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  রাজনৈতিক আশ্রয় চাইতে বাংলাদেশিদের প্রথম পছন্দ ইউরোপের যে দেশগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *