খুলনা মহানগর আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মহানগরীর শঙ্খ মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হঠাৎ কিছু আন্দোলনকারী পিকচার প্যালেস মোড় থেকে দলীয় কার্যালয়ের দিকে আসতে চাইলে আ. লীগ নেতা কর্মীরা তাদের ধাওয়া করেন।

দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল নিক্ষেপ ও গুলির শব্দ শোনা যায়। পরে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটে যান। পরে তারা আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় তলায় উঠে ভাঙচুর ও চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেন।

এদিকে রোববার সকাল থেকেই খুলনার শিববাড়ি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার অনেককে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে দেখা যায়।

তবে কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। এমনকি সাতটি পয়েন্টে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির কথা থাকলেও কোথাও মাঠে নেই কেউ।

অগ্নিকাণ্ডে কেউ আহত হয়েছেন কি না, এমন প্রশ্নে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক রোববার দুপুরে বাংলানিউজকে বলেন, এখন তা বলা যাচ্ছে না।

আক্ষেপ করে তিনি বলেন, এখন প্রশাসনই নিষ্ক্রিয়। অথচ আমাদের সম্পদ ও জীবন রক্ষার দায়িত্ব তাদের।

 

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে : তারেক রহমান