উপজেলা নির্বাচনের প্রার্থীদের বহিষ্কার, বিএনপির ভুল সিদ্ধান্ত নাকি কৌশল?

উপজেলা নির্বাচনকে ঘিরে বিএনপিতে আবারও অস্থিরতা দেখা যাচ্ছে
ছবির ক্যাপশান, উপজেলা নির্বাচনকে ঘিরে বিএনপিতে আবারও অস্থিরতা দেখা যাচ্ছে

বাংলাদেশের চলতি উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জেলা ও উপজেলা পর্যায়ের যে দুই শতাধিক নেতা অংশ নিয়েছেন, তাদের দল থেকে বের করে দিয়েছে দেশটির অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি। এসব নেতাদের বেশিরভাগই স্থানীয় পর্যায়ে ভালো সংগঠক কিংবা জনপ্রিয় হিসেবে দলের ভেতরে বাইরে পরিচিতি রয়েছে।

দল থেকে বহিষ্কার কিংবা অব্যাহতি পাওয়া এসব নেতাদের অনেকেই দলটির জেলা, উপজেলা বা পৌর শাখার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অনেকে আগেও উপজেলা চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

দলটি আগে থেকেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে কোন ধরনের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ না নেয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করে আসছিলো। কিন্তু এবার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় দলটির অনেক নেতাই দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এর মধ্যেই প্রশ্ন উঠেছে যে পনের বছর ধরে ক্ষমতার বাইরে থেকে দৃশ্যত বিপর্যস্ত বিএনপি যে নেতাদের মাঠ পর্যায়ে জনপ্রিয়তা আছে কিংবা ভালো সংগঠক হিসেবে পরিচিতি রয়েছে, তাদের এভাবে বের করে দেয়ায় মাঠপর্যায়ে দলটি সাংগঠনিকভাবে ক্ষতির শিকার হলো কি না।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...