আমার ভাগিনাকেও আয়নাঘরে রাখা হয়েছিল: সোহেল তাজ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ২০১৯ সালে আমার ভাগিনাকে অপহরণ করে আয়নাঘরে ১১ দিন রাখা হয়েছিল। অনেক কষ্টে আমার ভাগিনাকে বের করে এনেছিলাম।

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাত শেষে এসব কথা বলেন তিনি।

সোহেল তাজ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর আমার ওপর অনেক নির্যাতন করা হয়েছিল। ২০১৩ সালে আমার এক ভাগিনা রাকিবকে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছিল। সেটা নিয়ে মামলা হয়েছিল।

পরবর্তীতে ২০১৯ সালে আমার ভাগিনাকে অপহরণ করে আয়নাঘরে ১১ দিন রাখা হয়েছিল। অনেক কষ্টে আমার ভাগিনাকে বের করে এনেছিলাম। সেসময় আমি একজন সাধারণ নাগরিক হিসেবে গুম, খুন, হত্যার বিরুদ্ধে প্রতিবাদও করেছিলাম।

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে সোহেল তাজ বলেন, ছাত্র-জনতার গণ অভুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হওয়ায় মানুষের প্রত্যাশা তাদের কাছে বেশি। তবে সরকারের প্রথম দায়িত্ব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, কোনো সরকারের সময়ই ঘটে যাওয়া গুম, বিচার বহির্ভূত হত্যা গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগসহ সব দলেরই আত্ম-সমালোচনা করা উচিত। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাই দোষী নয়। বিষয়গুলো নিয়ে আরও সচেতন হওয়া জরুরি এবং এসবের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করেন সোহেল তাজ।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...
আরো পড়তে পারেন:  সংসদ নির্বাচন ২০২৪: নির্বাচন কেন্দ্রের দায়িত্বে থাকেন কে? পোলিং এজেন্টের কাজ কী?