ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপএল) ম্যাচ দেখতে একবার কলকাতায় গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শার্লিন চোপড়া। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ শেষে তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়। পার্টিতে গিয়ে তিনি দেখেন ক্রিকেটারদের স্ত্রী এবং অভিনেতারা অবাধে ড্রাগ সেবন করছেন।
সম্প্রতি এবিপি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে শার্লিন চোপড়া জানিয়েছেন, আমি একবার কলকাতায় নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গিয়েছিলাম। খেলা শেষে আমাকে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে সব জনপ্রিয় ক্রিকেটার এবং তাদের স্ত্রীরা উপস্থিত ছিলেন। আমি পার্টিতে অনেক উপভোগ করছিলাম।
তিনি বলেন, আমি নাচের পরে ক্লান্ত হয়ে ওয়াশরুমে গিয়েছিলাম এবং আমি যে দৃশ্যটি দেখেছি তা অবাক করার মতো ছিল। তারকা ক্রিকেটারদের স্ত্রীরা ওয়াশরুম এড়িয়ায় কোকেনকে নিচ্ছিলেন। তারা আমায় দেখে হেসেছিল, আমিও সৌজন্যবশত হেসেছি। তখন আমি ভেবেছিলাম ভুল জায়গায় এসেছি। আমি যদি তখন পুরুষদের ওয়াশরুম এড়িয়ায়ও যেতাম, আমি নিশ্চিত একই রকম দৃশ্য দেখতে পেতাম।
শার্লিন চোপড়া আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) যদি এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তাহলে আমি প্রস্তুত আছি।
এর আগে এনসিবি ড্রাগ তদন্তে দীপিকা পাডুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সিংদের মতো অভিনেত্রীদের তলব করেছিল।
ভারতে করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় আইপিএলের ১২তম আসর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দর্শকশূন্য স্টেডিয়ামে।
ভারতীয়সহ বিভিন্ন দেশের মানুষ টিভির পর্দায় লাইভ দেখছেন আইপিএলের চলতি আসরের ম্যাচগুলো।
সূত্র: ক্রিকেট টাইমস