অদৃশ্য হচ্ছে ফেসবুক পেজের লাইক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ফেসবুক। যার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বিশ্বের কোটি মানুষ। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন সময় ফেসবুক তাদের ফিচারে আনে নানা পরিবর্তন। এবার নতুন পরিকল্পনায় পেজ নিয়ে কাজ শুরু করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মাধ্যমটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, পেজে লাইকের হিসাব করার ফিচার না রাখার পরিকল্পনা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকজন সেলিব্রেটি নতুন পেজ পেয়েছেন। ফেইসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, হালনাগাদ নকশা ও ফিচারযুক্ত পেজ ব্যবহার আরো সহজ হবে। এতে জটিল বিষয়গুলো বাদ দেয়া হয়েছে।

ফেসবুক পেজে শুধু ‘ফলো’ বাটন ও ‘ফলোয়ার কাউন্ট’ বাটনটি থাকবে। এতে পেজের সত্যিকারের রিচ স্পষ্ট বোঝা যাবে।

বছরের পর বছর ধরে অনেক মানুষ বিভিন্ন পেজে লাইক দিয়ে রাখেন। কিন্তু নিউজ ফিড থেকে এগুলো আনফলো করেন। এতে তাদের অনাগ্রহের বিষয়টি স্পষ্ট। আবার অনুরোধের কারণে অনেকে পেজে লাইক দেন। কিন্তু পোস্ট দেখেন না। এতে পেজের আগ্রহীদের প্রকৃত সংখ্যা বোঝা যায় না।

নতুন হালনাগাদ আসলে পেজ ব্যবস্থাপকেরা চাইলে ফলোয়ারদের নিউজ ফিডে গিয়ে যুক্ত হতে পারবেন। এছাড়া ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ও পেজের যাওয়া-আসার কাজও সহজতর হবে।

সূত্র: সময় নিউজ

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *